Ads Top

এমএস অফিস এপ্লিকেশন জেনে অনলাইনে কিভাবে আয় করবেন

Ms-office-application
যেকোনো কাজ করতে হলে সেই কাজ সম্পর্কে আগে থেকে অভিজ্ঞতা ও সেই কাজ কিভাবে করে তার শিক্ষা নেওয়া দরকার হয়। ১০ থেকে ১৫ বছর পড়াশুনা করে শেষ মেশ বেকার কিভাবে থাকে মানুষ তাই ই আশ্চর্যের বিষয়।
অনেকেই দেখি যাদের ইন্টারনেট সম্পর্কে কোনো ধারণা নেই। তারা কম্পিউটার চালানো শিখতে চায়। তারা বিভিন্ন আইটি সেন্টার এ মাইক্রোসফট অফিস শেখে। তো কিসের জন্য শিখে?
কারণ তারা অফিস এর কাজ গুলো চাকরির সময় কাজে লাগাতে পারবে। এবং অনেক জায়গায় চাকরিতে এটির সার্টিফিকেট ছাড়া চাকরি হবে না।
তো মনে করেন আপনিও অফিস এপ্লিকেশন এ কোর্স করেছেন। আপনি এখন চাকরির জন্য এটি শিখে রাখলেন। আপনার উপকার হলো। কিন্তু এই দিকে আমি বা অন্যরা যারা ইন্টারনেট সম্পর্কে জানি তারা চাকরির আগেই কাজ করা শুরু করে দিয়েছে। দেখা যায় তারা অফিস এপ্লিকেশন কেই কাজে লাগাচ্ছে মুনাফা আয় করার জন্য।
কিভাবে? সবারই প্রশ্ন থাকতে পারে যারা জানেন না।
কারণ এগুলো বলা হয় না। মানুষ শুধু মাত্র এই কাজ জেনে বড় বড় মার্কেট প্লেস এ কাজ করছে। কিভাবে?
বলছি।
আপনি যদি অফিস এপ্লিকেশন জানেন এবং অনলাইন মানে ইন্টারনেট এর বেসিক ধারণা যেমন ওয়েব রিসার্চ কিভাবে করে, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে ও কিভাবে সার্চ করে তথ্য বের করতে হয় তা জানলেই আপনি অনলাইন থেকে মুনাফা আয় করতে পারবেন।
তো এবার বলি এই শুধু মাত্র অফিস এপ্লিকেশন জেনে আপনি অনলাইন এ যে কাজ গুলো করে মুনাফা আয় করতে পারবেন।
১. ডাটা এন্ট্রি।
২. ওয়েব থেকে ডাটা কালেকটিং (ওয়ার্ড এবং এক্সেল)।
৩. টেক্সট টু এক্সেল ডাটা ট্রান্সফার।
৪. ইমেজ টু এমএস ওয়ার্ড টেক্সট ট্রান্সফার।
৫. পিডিএফ টু এমএস ওয়ার্ড।
৬. পিডিএফ টু এমএস এক্সেল।
৭. ডাটা টাইপিং (এমএস ওয়ার্ড ও এক্সেল)।
৮. এক্সেল টু টেক্সট ডাটা ট্রান্সফার।
৯. পাওয়ারপয়েন্ট শর্ট প্রেসেন্টেশন বানানো (ক্লায়েন্ট বা বায়ার যেভাবে চায়)।
১০. এডমিনিস্ট্রেটর সাপোর্ট। (তিন কাজ মিলিয়ে একটি অফিস এ যেভাবে কাজ করায়)
তো এগুলো কি আপনি পারবেন না ?
না পারার কারণ কি? আপনি ওয়েব সম্পর্কে জানেন না? কোথায় কিভাবে কাজ করবেন তা জানেন না? কে আপনাকে কাজ দিবে? কে আপনাকে টাকা দিবে তা জানেন না? নাকি এমএস আপ্পিকেশন ই জানেন না?এমএস এপ্লিকেশন না জানলে আপনি কাজ করতে পারবেন না।

No comments:

Powered by Blogger.