Ads Top

অনলাইনে ইনকামের এদিক সেদিক। কোন পথ আপনার জন্য সঠিক?[পর্ব-০৬]- গ্রাফিক্স ডিজাইন


গ্রাফিক্স ডিজাইনকে বলা হয় আর্ট অফ কমিউনিকেশন।

লোগো, ব্র্যান্ডিং, পাবলিকেশন, ম্যাগাজিন, পত্রিকা, বই, থেকে শুরু করে পোস্টার, বিলবোর্ড, ওয়েবসাইট গ্রাফিক্স, সাইন, প্রোডাক্ট প্যাকেজিং পর্যন্ত কোথায় নেই গ্রাফিক্সের ব্যবহার! সেই তখন থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি গ্রাফিক্স ডিজাইনারদের, নিত্যনতুন আইডিয়া আর ডিজাইন নিয়ে গ্রাফিক্স ডিজাইন এগিয়ে এসেছে বহু পথ। কাজকে আরো সহজ করার জন্যে তৈরী হচ্ছে নিত্যনতুন প্রযুক্তি আর সফটওয়্যার, সেই সাথে কাজের ধারারও পরিবর্তন আসছে অনেক। গ্রাফিক্সের পরোক্ষ ব্যবহারে বাড়ছে বিক্রয়ের পরিমাণ, সম্প্রসারিত হচ্ছে ব্যবসাক্ষেত্র। সেই সাথে তাল দিয়ে বাড়ছে ডিজাইনারদের চাহিদাও।
বর্তমান সময়ের একটি আকর্ষণীয় পেশা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন যেমনি একটি সম্মান জনক পেশা তেমনি আয়েরও অন্যতম উৎস। বাংলাদেশ এবং দেশের বাইরে ভাল মানের গ্রফিক্স ডিজাইনারদের ব্যাপক চাহিদা । সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা চেতনারও পরিবর্তন হচ্ছে, যার ফলে সকল কাজের মধ্যে একটি আর্টিফিশিয়াল ভাব লক্ষণীয় তাহলে চলুন জেনে নেই সেই সম্পর্কে...
গ্রাফিক্স ডিজাইন শিখে কিভাবে আমরা আয় করতে পারি চলুন এবার দেখি: প্রথমে  আয় করার চিন্তা বাদ দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখুন। সময় নিয়ে ভালোভাবে কাজ শিখুন। তারপর যা করবেন-  
               

যে কোন প্রাতিষ্ঠানে চাকুরি :

অতীতে গ্রাফিক্স ডিজাইন শেখাকে মানুষ শখের বিষয় হিসেবে মনে করত কিন্তু এই সময়ে ডিজাইনের কাজটির অবস্থান এখন অনেক উচ্চতায় । গ্রাফিক্স ডিজাইনারদের কাজের ক্ষেত্র এখন আর কোন একটি জায়গাতে সীমাবদ্ধ নেই । বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনারদের চাকরির বাজারে প্রচুর চাহিদা রয়েছে । প্রাইভেট কোম্পানি গুলোতে নিজেদের বিভিন্ন ডিজাইন এবং প্রচারের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনারদের কাজে লাগানো হচ্ছে । তাই এই প্রতিযোগিতা মূলক বাজারে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা দিন দিন বেড়েই চলছে । এক্ষেত্রে বেতনও নজর করা । প্রতি মাসে একজন গ্রাফিক্স ডিজাইনারের আয় কত হতে পারে? এ সম্পর্কে ডিজাইনারদের বেতন নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিজাইনার স্যালারিজ-এর মতে, একজন গ্রাফিক্স ডিজাইনার প্রতি বছরে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ১ লাখ ডলার বা প্রায় ৮০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে। বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইনে ডিপ্লোমাধারীর বেতন মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা। তবে ব্যাচেলর ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রিধারীদের বেতন মাসিক ৪০ হাজার টাকা থেকে ২লাখ টাকা পর্যন্ত হতে পারে।  

>>বাংলাদেশ থেকে অনলাইনে ইনকামের সেরা ১০ উপায়

একজন দক্ষ ফ্রিলান্সার :

একজন গ্রাফিক্স ডিজাইনারের দেশে রয়েছে যেমন কাজের ক্ষেত্র তেমনি দেশের বাহিরেও এদের প্রচুর চাহিদা রয়েছে । বর্তমান সময়ের ফ্রিলান্সিং হচ্ছে একটি সম্মান জনক পেশা । একজন ভালমানের গ্রাফিক্স ডিজাইনারের শুধু দেশে নয় বিদেশেও রয়েছে ব্যাপক চাহিদা । অনলাইন মার্কেটপ্লেস গুলোতেও গ্রাফিক্স ডিজাইনের অনেক কাজ পাওয়া যায় । উদাহরন সরূপ আমরা আপওয়ার্ক, ফ্রিলান্সার, ইলান্স,ফিভার অনলাইন মার্কেটপ্লেস গুলোর কথা বলতে পারি যেখানে একজন গ্রাফিক্স ডিজাইনার প্রতি ঘণ্টায় ১০-৩০ ডলার রেটে কাজ কতে পারে । আয় করতে পারে প্রচুর বৈদাশিক মুদ্রা ।

 অনলাইন মার্কেটপ্লেসে আপনি একটি লগো ডিজাইন করলে ৫০ থেকে শুরু করে ২ হাজার ডলার পর্যন্ত হতে পারে। তবে বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটি ৫ থেকে ১০ হাজার ডলার পর্যন্তও হতে পারে। একটি ওয়েবসাইটটের প্রথম পেজ ডিজাইন করার ক্ষেত্রে ৫০ ডলার থেকে শুরু করে ৩ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন। পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইটের ডিজাইন করে পাওয়া যায় ২শ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত। ব্র্যান্ড অপটিমাইজেশন এবং ব্রশিউর তৈরির প্রজেক্টগুলোও ৩০০ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে মোট কাজের প্রায় ১৪% হল গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়ার কাজ, গতবছরে আয় বৃদ্ধির হার ছিল ৪৪%। ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত শুধুমাত্র ইল্যান্সেই গ্রাফিক্স রিলেটেড জব পোষ্ট হয়েছে ৯ লাখ ১৩হাজারেরও উপরে, এর পেছনে ব্যয় হয়েছে ৫ শত ৩০ মিলিয়ন মার্কিন ডলার। তাই ফ্রিল্যান্সার হতে চাওয়া তরুণ-তরুণীদের জন্যে অন্যতম পছন্দ হতে পারে এ ক্ষেত্রটি।

                     

একজন সফল উদ্দোক্তা :



আমাদের সমাজের শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর মানুষের মধ্যে চাকরি পাওয়া বিষয়টি ইতিবাচক হিসেবে কাজ করে কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার এ ভ্রান্ত ধারণাটিকে ভুল প্রমাণিত করতে পারেন। একজন গ্রাফিক্স ডিজাইনার নিজেই হয়ে উঠতে পারেন একজন সফল উদ্দোক্তা। নিজের ক্রিয়েটিভ ধারনাকে কাজে লাগিয়ে লোকাল বা অনলাইনে বিক্রি করতে পারে নিজের প্রোডাক্ট। সে নিজেই তৈরি করতে পারে অন্য দশজন বেকার যুবকের কর্মসংস্থান। প্রথম দিকে বিষয়টি অনেক তুচ্ছ মনে হলেও পরবর্তীতে এটি হতে পারে একটি বিশ্ব মানের প্রতিষ্ঠান।

গ্রাফিক্স ডিজাইনার হতে শিক্ষাগত যোগ্যতা:

গ্রাফিক্স ডিজাইনার হতে শিক্ষাগত যোগ্যতা মূল বিষয় না। তবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো গ্রাফিক্স ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কিংবা ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রিধারী কর্মী চেয়ে থাকেন। তবে ডিগ্রি কোন ব্যাপারই নয়, আপনি যদি কাজটি ভালোভাবে জানেন এবং সৃজনশীল হয়ে থাকেন। এই যেমন আমি একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, এখন পেশা হিসেবে বেছে নিয়েছি গ্রাফিক্স ডিজাইনিং। এজন্য আমার ফাইন আর্টস কিংবা গ্রাফিক্স বিষয়ে লেখাপড়া করতে হয়নি।
মোটকথা, ইংরেজি এবং গ্রাফিক্স ডিজাইনিং বেসিক জানেন তবে গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করে করতে পারেন। সহজ কিছু কাজ আছে যা মাত্র কয়েক মাসের ট্রেনিং নিয়েই এ ধরণের কাজ করা সম্ভব। আর চর্চা করতে করতেই প্রফেশনাল হিসেবে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে পারবেন।

ইন্টারনেট থেকেই গ্রাফিক্স সংক্রান্ত অনেক রিসোর্স পাওয়া যায়, তবে এর সঙ্গে যেহেতু অনেক বিষয় জড়িত তাই একটু বেশি সময় ব্যয় হয়। অল্প সময়ের মধ্যে শিখতে চাইলে কোন প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারেন।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত... এই  বিষয় নিয়ে বিস্তারিত আমার ব্লগে আলোচনা করব তাই পরবর্তী টিউন পেতে চোখ রাখুন আমার ব্লগে। আপনার প্রতি শুভ কামনা রেখে শেষ করছি আজকের টিউন।

আরো জানতে পড়ুন... এখানে

অনলাইনে ইনকামের এদিক সেদিক। কোন পথ আপনার জন্য সঠিক?[পর্ব-০১]

অনলাইনে ইনকামের এদিক সেদিক। কোন পথ আপনার জন্য সঠিক?[পর্ব-২]-ব্লগ থেকে ইনকাম

অনলাইনে ইনকামের এদিক সেদিক। কোন পথ আপনার জন্য সঠিক?[পর্ব-৩]- ওয়ার্ডপ্রেস

অনলাইনে ইনকামের এদিক সেদিক। কোন পথ আপনার জন্য সঠিক?[পর্ব-০৪]- এসইও

অনলাইনে ইনকামের এদিক সেদিক। কোন পথ আপনার জন্য সঠিক?[পর্ব-০৫]- ফরেক্স মার্কেটিং

No comments:

Powered by Blogger.